সংক্ষিপ্ত বিবরণ :

কোটি কোটি মানুষের বসবাস যে পৃথিবীতে তার দিকে ভিন্নভাবে তাকাবার সময় এসেছে। বাসযোগ্য পৃথিবীর বিকল্প আমরা চিন্তাই করতে পারি না। কিন্তু অবাসযোগ্য পৃথিবীকে কি আমরা ঠেকিয়ে রাখতে পারছি? ধেয়ে আসছে আমাদের দিকে অবাসযোগ্য পৃথিবী। জলবায়ু সমস্যা নিয়ে এখন শুধু বিজ্ঞানীদেরই ভাববার সুযোগ নেই- এটি এখন সকলের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। এমন একটি সমস্যা নিয়েই শুরু আমার এ বইটি। পাঠককে পৃথিবীর আরো কিছু সমস্যার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সামাজিক কিছু সমস্যার মুখোমুখি করার প্রয়াসেই লেখা হয়েছে কয়েকটি প্রবন্ধ। ইতোমধ্যে এ প্রবন্ধগুলো বাংলাদেশের কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। সমস্যা ও সমাধানের পথে আমার ভাবনাগুলো একত্রে এক জায়গায় করে পাঠকের দরবারে পৌঁছে দেওয়ার প্রয়াসেই বইটি ছাপানো হলো।

একটু মনোনিবেশ সহকারে বইটিকে পড়ুন এবং মমার্থ অনুধাবন করুন, দেখবেন বইটির ৩৩টি প্রবন্ধ যেন সরাসরি অথবা পরোক্ষভাবে আপনার অনুভ‚তির কথাই বলছে, মনকে সাড়া দিচ্ছে এবং আপনার জন্য ও সমাজের জন্য একটি বার্তা রেখেছে।