সংক্ষিপ্ত বিবরণ :

মানুষ একা বাস করতে পারে না। একত্রিত ও পাশাপাশি বাস করার নামই সমাজ। সমাজের ঘূর্ণায়মান পথ সঠিক ও সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে কিছু নিয়ম-কানুন মেনে চলতে হয় মানুষকে। সংসার থেকে প্রথা, প্রথা থেকে বিধান আর বিধান থেকেই আইনের জন্ম নেয়। একটি মানুষ আর একটি মানুষের মাংস খাবে নাÑ এটি মানুষের একটি সংসার। এই সংসারের প্রকারান্তর বিধিসম্মত ও প্রকাশের নামই আইন। তাই মানুষকে তথা সমাজকে বিশ্লেষণ করতে হলে আইনকে পাশ কাটিয়ে যাবার কোনো উপায় নেই। একটি মানুষের সঙ্গে আর একটি মানুষের যাবতীয় সম্পর্কের একটি বিশেষ অংশের নাম আইন। আইন মানুষের প্রাত্যহিক জীবনের একটি মুখ্য বিষয়।

সমাজের অন্যান্য কয়েকটি প্রয়োজনীয় বিষয় যেমন অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি বিষয়ে যেমন মানুষের স্পষ্ট ধারণা ও অভিজ্ঞতা থাকা প্রয়োজন তদ্রæপ প্রয়োজনীয় আইন বিষয়েও তাদের সুস্পষ্ট কিছু ধারণা থাকা প্রয়োজন। আইন অমান্য করলে সমাজে বিশৃংখলার সৃষ্টি হয়, আর বিশৃংখলা থাকলে সমাজ উন্নত হতে বাধাপ্রাপ্ত হয়। তাই আইনের সঠিক প্রয়োগ সমাজের উন্নয়নের পূর্বশর্ত। আইনের সঠিক প্রয়োগ ত্বরান্বিত হয় তখনই, যখন আইন সর্ম্পকে মানুষের সম্যক ধারণা থাকে।

এই গ্রন্থের ৬টি প্রবন্ধে লেখাগুলোতে এ বিষয়টি উঠে এসেছে যা সমাজকে সতর্ক ও সচেতন করতে সহায়ক হবে।

বইটি প্রকাশিত হয়েছে ২০১৪ সালে।