সংক্ষিপ্ত বিবরণ:
সমাজে ঘটে যাওয়া কিছু সমস্যা, আজকের এবং আগামী দিনের কিছু সম্ভাবনা, মানুষের মনস্তাত্বিক কিছু ভাবনা ও সেই ভাবনার প্রেক্ষিতে করণীয় কিছু পরামর্শ- এসব নিয়ে কিছু খন্ড খন্ড চিন্তা-ভাবনার বহিঃপ্রকাশ ঘটেছে এই গ্রন্থে।
অপার সম্ভাবনাময় বাংলাদেশ দাঁড়িয়ে আছে আগামী দিনের নিশ্চিত সম্ভাবনার হাতছানিতে। সেই সম্ভাবনাকে ছুঁতে গেলে আমাদেরকে আরও একটু প্রস্তুতি গ্রহণ করতে হবে। যেসব জায়গায় চিন্তার সুযোগ রয়েছে, যেসব ক্ষেত্রে সমস্যার গন্ধ আছে এবং যেসব জায়গায় সম্ভাবনার সুযোগ রয়েছে- সবগুলোকে পরপর গল্পাকারে সাজিয়ে একটি প্রবন্ধ ছাপানোর প্রয়াসই ‘এলোমেলো চিন্তা-ভাবনা’। দক্ষ মানুষের এলোমেলো চিন্তার ক্যানভাস যে কত বিস্তৃত এবং দিক নির্দেশনাপূর্ণ, তা বইটি পড়লেই অনুধাবন করা যাবে। ভাল এবং মন্দ দু’দিকের কিছু তথ্য বইটির গুরুত্ব বাড়িয়েছে এবং আকর্ষণীয় করেছে।
বইটি প্রকাশিত হয়েছে ২০১৫ সালে।