সংক্ষিপ্ত বিবরণ :

ভালোবাসা একটি মানবিক অনুভ‚তি। আবেগকেন্দ্রিক এক অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের জন্য ¯েœহের শক্তিশালী বহিঃপ্রকাশ হচ্ছে ভালোবাসা। ভালোবাসাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। ভালোবাসার সংজ্ঞা বিতর্ক, অনুমান এবং অন্তরদর্শনের ওপর প্রতিষ্ঠিত। ভালোবাসা এমন এক ব্যক্তিগত অনুভ‚তি, যা একজন মানুষ অপর আরেকজন মানুষের প্রতি অনুভব করে।

মানুষ ভালোবাসার কাঙ্গাল। ভালেবাসাতেই মানুষের সমর্পণ। ভালোবাসা খুঁজে ফেরে মানুষ। মানুষের চলার পথে কি ভালেবাসার সন্ধান মেলে? জন্ম থেকে জীবনের শেষ দিনটি পর্যন্ত ভালোবাসা মানুষের একান্ত চাওয়া। তাই ভালেবাসা মানুষের সন্ধান। সেই মানুষে নির্ভরতা ও আশ্রয়ের আশা। ঠিকানা নাটকে সেই ভালোবাসার বিষয়টিই ওঠে এসেছে। সঙ্গে প্রাসঙ্গিক বাস্তবতা এবং একটি দরিদ্র পরিবারকে কেন্দ্র করে ঘটনার বিন্যাস।

বইটি প্রকাশিত হয়েছে ২০১৪ সালে।