সংক্ষিপ্ত বিবরণ :

গবেষণামূলক বই ‘ধর্ম উত্থানের ইতিহাস’-এ সাধারণভাবে ব্যবহৃত প্রতিলিপি অনুসারে নাম, বিষয়, ইতিহাস বর্ণনা করা হয়েছে। সমৃদ্ধ ও শিল্পীসুলভ ঐতিহ্যগুলো এ বইটির কেন্দ্রবিন্দু, যা মানুষের স্বভাব, ধর্মের প্রকৃতি এবং দর্শন প্রকাশ করে। বইটি মানবসংস্কারের দিনগুলো থেকে আধুনিকসভ্যতার পূর্ব পর্যন্ত সময়েরমধ্যে ধর্মের ক্ষেত্রে উন্নয়ন হিসাব করেছে।