সংক্ষিপ্ত বিবরণ:
আজ সময় এসেছে নতুন করে ভাববার। সমাজ, রাষ্ট্র বা জনগণের মাঝে যে অন্যায় আছে, অবিচার আছে তা আমরা প্রায় সবাই জানি। অন্যায়ের শিকার হচ্ছে যে ব্যক্তি, তার কথা না হয় ছেড়েই দিলাম। কেননা প্রতিবাদ করার সাহস হয়তো তার নেই। কিন্তু তার চারপাশে কত শত মানুষ! সবাই জানছে অন্যায় হচ্ছে, কিন্তু কেউ তেমন করে কিছু বলছে না।
সমাজকে অন্যায় থেকে মুক্ত করার জন্য শুধু অন্যায় করা থেকে বিরত থাকলেই চলবে না; যারা অন্যায় করছে তাদেরকেও প্রত্যাখ্যান করতে হবে। অন্যায় আর অবিচারের প্রতি এই প্রত্যাখ্যানের মাত্রা যতটাই বৃদ্ধি পাবে, ততটাই আমাদের প্রিয় দেশটি উন্নতির দিকে অগ্রসর হতে পারবে। আর তেমন করে জনমত তৈরি করতেই এ কলম হাতে ধরা।
এই বইটি প্রকাশিত হয়েছে ২০১৬ সালে। কলাম হিসেবে যে লেখাগুলো গত প্রায় দেড় বছরে বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে, তাকেই রাজনীতি ও সামাজিক সমস্যা এবং সম্ভাব্য উত্তরণের বিষয়ে ইঙ্গিত দিয়ে এ বইটি প্রকাশিত হয়েছে। একই নামে প্রকাশিত দ্বিতীয় খন্ড বইটি ধারাবাহিকভাবে সমাজ সচেতনতার প্রয়াসে লেখা। দেশের সার্বিক সমস্যা ও তার সমাধান নিয়ে এই গ্রন্থে আলোচনা হয়েছে।