সংক্ষিপ্ত বিবরণ :

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সামনের দিকে। ক্ষুধা, দারিদ্রতা, অভাব এসব সঙ্গী করেই জন্ম নিয়েছিল বাংলাদেশ। তারপর অনেক চড়াই-উৎরাই। কখনও সুদিন, আবার কখনও দুর্দিন। তারপরও সব বাধা পেরিয়ে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়িয়ে আছে।

বইটি প্রকাশিত হয়েছে ২০১৭ সালে। বর্তমান সময়টি বাংলাদেশের জন্য ভালো সময়। বিশ্বের চারদিকে যখন জঙ্গিবাদের দামামা বাজছে, বিভিন্ন দেশের উন্নয়ন যখন জঙ্গিবাদের আক্রমণে তছনছ হয়ে যাচ্ছে – ঠিক তেমন এক অস্থির সময়েও বাংলাদেশ জঙ্গিবাদের সকল নীল নকশা উপেক্ষা করে উন্নয়নের নতুন মাত্রায় পৌঁছে যেতে সমর্থ হয়েছে। নানাদিকে বাংলাদেশের উন্নয়ন ঘটছে। আবার কোনো কোনো দিক এখনও অন্ধকারে আছে। আরও দ্রæত এগিয়ে যাওয়ার পথে যে সকল বাধা এখনও বিদ্যমান আছে, তাদেরই কিছু কিছু প্রকাশ করেছে বইটি ৩৩টি প্রবন্ধের মাধ্যমে। ঘটনার বাস্তবতা হৃদয়গ্রাহী করে প্রকাশে বইটি আকর্ষণীয় হয়েছে।