সংক্ষিপ্ত বিবরণ :
রাজনীতি এমন একটি মাধ্যম যার মধ্য দিয়ে রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষ দিনাতিপাত করে। রাজনীতি যতই নিন্দনীয় হোক, যতই অশুভ শক্তির করায়ত্ব হোক – তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে দেশে রাজনীতি করা নিষেধ, সেই দেশেও ওই নিষিদ্ধ আদেশের ওপর রাজনীতি আছে। রাজনীতি ছিল, আছে এবং থাকবে। তাই রাজনীতি নিয়ে ভাবনার শেষ নেই। আমি মূলত কখনও দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। তবুও বাংলাদেশের রাজনীতি নিয়ে আমার ভাবনার যেন শেষ নেই। এর ভালো দিক, মন্দ দিক সব নিয়েই যেন আমার কতো চিন্তা। রাজনীতিবিদদের নিয়ে চিন্তা, রাষ্ট্র নিয়ে চিন্তা, রাষ্ট্রের অসহায় মানুষ নিয়ে চিন্তা। এমন কিছু চিন্তার বহিঃপ্রকাশ এ বইটি। এখানে বাংলাদেশের রাজনীতির ভালো দিকটাও আছে, আবার সমালোচনার দিকটাও আছে; সমস্যাও আছে আবার সমাধানের পথ খোঁজার চেষ্টাও আছে।
অনেকদিনের অনেক কথার মালা দিয়ে রাজনীতিকে চিহ্নিত করার চেষ্টাটাকে একটি প্রবন্ধের মাধ্যমে উপস্থাপনের প্রয়াসই ‘রাজনীতি এবং…’ বইটি। ৫৪ টি প্রবন্ধের সমন্বয়ে ঘটনার প্রাঞ্জল বর্ণনা প্রত্যেকটিতে ফুটে উঠেছে। কোনো কোনো প্রবন্ধে বাস্তবতা এমনভাবে প্রকাশ পেয়েছে যে সম্পূর্নটা না পড়ে উঠাই যায় না।
বইটি প্রকাশিত হয়েছে ২০১৯ সালে।