যে বিশ্বে আমরা বাস করছি তা আজ থেকে লক্ষ লক্ষ বছর পূর্বে আবির্ভাব হয়েছিল। আজ আমরা যে মানুষগুলো বিশ্বের সর্বত্র ছড়িয়ে-ছিটিয়ে আছি, তার উত্তরসূরীরা ৪৪ লক্ষ বছর পূর্বে পৃথিবীতে আগমন করেছিল।
সংক্ষিপ্ত বিবরণ
বিভিন্ন সময়ে বিভিন্ন পত্রিকায় লেখা প্রবন্ধগুলি থেকে বেছে বেছে ৬৮টি প্রবন্ধ নিয়ে লেখা হয়েছে এ বইটি। তাই বইটির নাম দেয়া হয়েছে ‘শ্রেষ্ঠ প্রবন্ধ’। ঘটনার বৈচিত্র এবং বিচিত্রতা নিয়ে প্রত্যেকটি প্রবন্ধ পাঠকের নজর কাড়বে। সমাজ, রাষ্ট্র নিয়ে ভাবনার বহিঃপ্রকাশ এই প্রবন্ধগুলো।
বইটি প্রকাশিত হয়েছে ২০২০ সালে।
অধুনা সময়ে লেখা ১৯টি প্রবন্ধ নিয়ে এ বইটি সাজানো হয়েছে। ঘটনার বৈচিত্র্য থাকলেও প্রত্যেক প্রবন্ধে সমসাময়িক বিষয়ের সমাজ সচেতনামূলক বিষয়বস্তু প্রতিফলিত হয়েছে।
সংক্ষিপ্ত বিবরণ:
আজকের পৃথিবীর যত দেশে Investment Migration অর্থাৎ Immigration এবং Citizenship by Investor -এর সুযোগ বিদ্যমান, সবগুলো দেশের সবগুলো প্রোগ্রামের ওপর এ বইটি লেখা হয়েছে। ইংরেজি ভাষায় লেখা এ বইটিতে মোট ২৬টি দেশের ২৬টি প্রোগ্রামের ওপর এ বইটি লেখা হয়েছে। দেশের বর্ণনা, প্রোগ্রামের বর্ণনা, যোগ্যতার বিশ্লেষণসহ প্রসেস স¤পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে বইটিতে। সংশ্লিষ্ট ২৬টি দেশের Immigration এবং Citizenship প্রোগ্রামের আইন, ঘোষণা, পদ্ধতি সবকিছুই এ বইটিতে পাওয়া যাবে। শুধু আবেদনকারীরাই নন, বইটি পড়ে উপকৃত হবেন সংশ্লিষ্ট আইনজীবী, কনসালটেন্ট এবং সরকারি কর্মকর্তারাও। দুই বছরের ব্যাপক গবেষণার তথ্যলব্ধ বই সংশ্লিষ্ট ২৬টি দেশের প্রচলিত Immigration এবং Citizenship-এর যাবতীয় তথ্য প্রদান করতে সক্ষম হবে।
কোটি কোটি মানুষের বসবাস যে পৃথিবীতে তার দিকে ভিন্নভাবে তাকাবার সময় এসেছে। বাসযোগ্য পৃথিবীর বিকল্প আমরা চিন্তাই করতে পারি না। কিন্তু অবাসযোগ্য পৃথিবীকে কি আমরা ঠেকিয়ে রাখতে পারছি? ধেয়ে আসছে আমাদের দিকে অবাসযোগ্য পৃথিবী। জলবায়ু সমস্যা নিয়ে এখন শুধু বিজ্ঞানীদেরই ভাববার সুযোগ নেইÑ এটি এখন সকলের মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। এমন একটি সমস্যা নিয়েই শুরু আমার এ বইটি। পাঠককে পৃথিবীর আরো কিছু সমস্যার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সামাজিক কিছু সমস্যার মুখোমুখি করার প্রয়াসেই লেখা হয়েছে কয়েকটি প্রবন্ধ। ইতোমধ্যে এ প্রবন্ধগুলো বাংলাদেশের কয়েকটি দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে। সমস্যা ও সমাধানের পথে আমার ভাবনাগুলো একত্রে এক জায়গায় করে পাঠকের দরবারে পৌঁছে দেওয়ার প্রয়াসেই বইটি ছাপানো হলো।
একটু মনোনিবেশ সহকারে বইটিকে পড়–ন এবং মমার্থ অনুধাবন করুন, দেখবেন বইটির ৩৩টি প্রবন্ধ যেন সরাসরি অথবা পরোক্ষভাবে আপনার অনুভ‚তির কথাই বলছে, মনকে সাড়া দিচ্ছে এবং আপনার জন্য ও সমাজের জন্য একটি বার্তা রেখেছে।
রাজনীতি এমন একটি মাধ্যম যার মধ্য দিয়ে রাষ্ট্র এবং রাষ্ট্রের মানুষ দিনাতিপাত করে। রাজনীতি যতই নিন্দনীয় হোক, যতই অশুভ শক্তির করায়ত্ব হোকÑ তাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। যে দেশে রাজনীতি করা নিষেধ, সেই দেশেও ওই নিষিদ্ধ আদেশের ওপর রাজনীতি আছে। রাজনীতি ছিল, আছে এবং থাকবে। তাই রাজনীতি নিয়ে ভাবনার শেষ নেই। আমি মূলত কখনও দলীয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না। তবুও বাংলাদেশের রাজনীতি নিয়ে আমার ভাবনার যেন শেষ নেই। এর ভালো দিক, মন্দ দিক সব নিয়েই যেন আমার কতো চিন্তা। রাজনীতিবিদদের নিয়ে চিন্তা, রাষ্ট্র নিয়ে চিন্তা, রাষ্ট্রের অসহায় মানুষ নিয়ে চিন্তা। এমন কিছু চিন্তার বহিঃপ্রকাশ এ বইটি। এখানে বাংলাদেশের রাজনীতির ভালো দিকটাও আছে, আবার সমালোচনার দিকটাও আছে; সমস্যাও আছে আবার সমাধানের পথ খোঁজার চেষ্টাও আছে।
অনেকদিনের অনেক কথার মালা দিয়ে রাজনীতিকে চিহ্নিত করার চেষ্টাটাকে একটি প্রবন্ধের মাধ্যমে উপস্থাপনের প্রয়াসই ‘রাজনীতি এবং…’ বইটি। ৫৪ টি প্রবন্ধের সমন্বয়ে ঘটনার প্রাঞ্জল বর্ণনা প্রত্যেকটিতে ফুটে উঠেছে। কোনো কোনো প্রবন্ধে বাস্তবতা এমনভাবে প্রকাশ পেয়েছে যে সম্পূর্নটা না পড়ে উঠাই যায় না।
বইটি প্রকাশিত হয়েছে ২০১৯ সালে।