সংক্ষিপ্ত বিবরণ :

কয়েকটা গল্প বলার চেষ্টা। পড়লে মনে হতে পারে এ গল্পগুলো যেন অতি গাল্পিক, একেবারেই অসম্ভব অথবা অপ্রাকৃতিক। কিন্তু বাস্তবে এসব কিছুই নয়। এ বইয়ের সব ঘটনা, সব গল্প একেবারেই সত্যি ঘটনা, একেবারেই বৈজ্ঞানিক সত্য, খাঁদহীন সত্য। ঘটনার উদ্ভব, জায়গা কিংবা মানুষ একেবারেই এ পৃথিবীর বাস্তবতার সাথে মিশে আছে। তাই এগুলো আসলে কোনোটাই গল্প নয়, অতি গল্প তো নয়ই। বাস্তবতার বৈজ্ঞানিক সত্যে একেবারেই জাজ্বল্যমান।

বিভিন্ন দেশে, বিভিন্ন সময় ধরেই নানা ধরনের অপ্রাকৃতিক বিষয় হয়ে ঘুরে বেড়াচ্ছে কারো কারো বিশ্বাসে। হাজার বছর ধরেই সেগুলো মানুষের মুখে মুখে আছে। ভ‚তের গল্প হিসেবে অথবা অলৌকিক গল্প হিসেবে। বিজ্ঞান চেষ্টা করছে সেই ভৌতিক কিংবা অলৌকিক গল্পের মূলে প্রবেশ করে তার ভিতরের সত্যতা বের করে আনতে। বিশেষজ্ঞ এবং বিজ্ঞানীদের প্রাণপণ চেষ্টায় প্রমাণিত হয়েছে তার ভিতরের সত্যতা, বাস্তবতা। প্রমাণ হয়েছে গল্পের সেই ঘোড়া ছুটিয়ে আসা রাজকুমার শুধু কল্পনায় বাস করতেন। বাস্তবের রাজকুমার একেবারেই দু’পা এবং দু’হাতধারী অন্য দশজন মানুষের মতো সত্য মানুষ। প্রমাণ হয়েছে পৃথিবীর যা কিছু উন্নয়ন, যা কিছু প্রাকৃতিক বিষ্ময় তার অনেকটাই মানুষের হাত ধরে এসেছে। প্রাকৃতিক সভ্যতা আর মনুষ্য আবিষ্কারের বাস্তবতা মিলিয়ে উপহার দিয়েছে এ পৃথিবীকে।

সঙ্গত কারণেই বইটির নামকরণ করা হলো ‘গল্প নয়, সত্যি’। কেননা কোনোটা পড়লে মনে হতে পারে, গল্প তো বটেই একেবারেই অবিশ্বাস্য গল্প। কিন্তু পুরোটা পড়ে শেষ করলেই পাঠক বুঝতে পারবেন এর কোনটাই গল্প নয়, একেবারেই কঠিন বৈজ্ঞানিক বাস্তবতা। অন্ধ বিশ্বাস নয়, কুসংস্কার নয় একেবারে ঘটে যাওয়া কিংবা ঘটে যাওয়ার ঘটনার বৈজ্ঞানিক সংজ্ঞায় নির্মিত কিছু সত্যতা এ বইয়ের প্রাণ। মানুষের অসম্ভব বলে যে কিছুই আর বাকি থাকছে না, বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে যে কোনো ঘটনাই ঘটছে না, এ বইয়ের উল্লেখিত কিছু ঘটনা সে কথাই বলবে। প্রাকৃতিক আর বিজ্ঞানÑ এ দু’য়ের সমন্বয়ে সৃষ্টি হয় যে ঘটনার, তার থেকেই বেছে বেছে কয়েকটি ঘটনার উন্মেষ ঘটানোর চেষ্টা হয়েছে এখানে। প্রযুক্তি কোনো বিশ্বাস কিংবা ধারণার ওপর নির্ভর করে না, প্রযুক্তি বয়ে আনে বৈজ্ঞানিক বাস্তবতা। আমাদের চারপাশে যা আছে, তা হয় প্রাকৃতিক অথবা প্রযুক্তির অবদান। সেখানে ভ‚তের ভয় নেই, অন্ধ বিশ্বাসের কানাগলি নেই, কুসংস্কারের ডামাডোল নেই। এই চারপাশের কিছু ঘটনা বলে দিয়ে চেষ্টা করেছি বুঝাতে সংজ্ঞার বাইরে কিছু নেই। সবটুকুই সত্যি। যেটুকু মনে হয় গল্প, সেটুকু শুধু কল্পনার রাজ্যের সম্ভার।